শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ন ১৪৩১
---

Newsadvance24
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে : কমলনগরে নবাগত জেলা প্রশাসক
প্রথম পাতা » চট্টগ্রাম » সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে : কমলনগরে নবাগত জেলা প্রশাসক
২৬৭ বার পঠিত
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে : কমলনগরে নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে মর্মে আশ্বস্ত করেছেন নবাগত জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। তবে অবৈধ দখলদারদের পক্ষে যেন কেউ তদবির না করেন এ বিষয়ে সকলের প্রতিশ্রুতি নেন তিনি। সোমবার কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সাথে সুধী জনদের মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন তিনি । তিনি বলেন, ৫আগস্টের পর আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এখনো স্বাভাবিক হয়নি। আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের সময় দিতে হবে।

জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন এ মূহুর্তে সারা দেশে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে।আমাদের সকলের উচিৎ সেই দিকে নজর দেওয়া। অতীতে লক্ষ্মীপুর জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলার স্বার্থে আমাদের সকলের নজর ওই দিকে রাখতে হবে।

গণমাধ্যমের প্রতি আহ্বান রেখে জেলা প্রশাসক বলেন, কোন দপ্তরের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে আমাদের অবিহিত করবেন।আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেব। তবে কাউকে হয়রানি করবেন না। মনুষ্যত্বের উন্নয়ন না হলে অবকাঠামোগত উন্নয়ন ঠিকবে না। এজন্য আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো.রেজা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শামিম খান, পল্লী বিদ্যুতের ডিজিএম নিতিশ সাহা, হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, হাজিরহাট উপকূল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, বিএনপির সভাপতি আবদুল কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, হাজিরহাট সরকারী মিল্লাত একাডেমির সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।





আর্কাইভ