রবিবার ● ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইয়াবা বড়িসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে ইয়াবা বড়িসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ইয়াবা বড়িসহ সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় পুলিশ তল্লাশী চালিয়ে তার শরীর থেকে ৯পিস ইয়াবা জব্দ করা হয়। সে উপজেলার চরলরেন্স এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায় দীর্ঘ দিন থেকে ছাত্রলীগ নেতা রাজু ইয়াবা বিক্রি ও সেবনের সাথে জড়িত বলে খবর পাচ্ছেন তারা। ঘটনার সময় ইয়াবার একটি বড় চালান বহন করে নিয়ে যাচ্ছে বলে তাদের খবর আসে। পরে পুলিশ অভিযান দিয়ে তাকে গ্রেপ্তার করলে তার কাছে ৯পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ রাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে ওই কর্মকর্তা আরো জানান।





কমলনগরে ৩ অদম্য নারীকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী
কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
কমলনগরে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতি 