বৃহস্পতিবার ● ৪ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সাংবাদিকদের সাথে ইস্কান্দার মির্জা শামীমের মতবিনিময়
কমলনগরে সাংবাদিকদের সাথে ইস্কান্দার মির্জা শামীমের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি সদস্য ইস্কান্দার মির্জা শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবে এসে তিনি এ মতবিনিময় করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চরকাদিরা ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার এবং তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের গতিশীল করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কুচক্রী মহল তা সহজ ভাবে মেনে নিতে পরছেন না। তাই তারা তাকে প্রতিহত করার চেষ্টা করছেন। এতে তিনি বিচলিত নন। তিনি বলেন, রামগতি থেকে লেখাপড়া করে আজকে আমি ইস্কান্দার মির্জা শামীম। তাই আমি রামগতি-কমলনগরের মানুষের কাছে ঋণী। আমি নদী ভাঙন কবলিত অসহায় মানুষের পাশে থাকতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে নমিনেশান দিবে আমি তার পক্ষ হয়ে কাজ করবো। এখন থেকে তৃণমূলের আওয়ামীলীগের নেতাকর্মীদের গতিশীল করতে হবে। আমি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রকৃত লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ করেন।





রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব
কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার
কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কমলনগরে মুসল্লীদের বিক্ষোভ ও মানববন্ধন
কমলনগরে ১৩ ব্যবসায়ির জরিমানা
জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’
কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক 