বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের মাদ্রাসা শিক্ষার্থী রামগতি থেকে নিখোঁজ
কমলনগরের মাদ্রাসা শিক্ষার্থী রামগতি থেকে নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের আব্দুল মোনায়েম (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। সোমবার (১২সেপ্টেবর) দিপুরে রামগতির জামেয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার সামনে থেকে সে নিখোঁজ হয়। এঘটনায় পরের দিন রাতে মোনায়েমের বড় ভাই মো জুনায়েদ রামগতি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং হাজিরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, মোনায়েম রামগতি উপজেলার জামেয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত অবস্থায় আবাসিক বডিংয়ে থাকতো। সোমবার (১২সেপ্টেম্বর) দুপুরে সে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরেনি। মোনায়েমের সন্ধানে তার পরিবার আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তাকে না পেয়ে মাইকিংও করেন।
মোনায়েমের ভাই মো.জুনায়েদ বলেন, আমার বাবা মাদ্রাসার মোহতামিমকে ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক বার ফোন দিয়ে মোনায়েমের খোঁজ খবর জানতে চান। কিন্ত মাদ্রাসা মোহতামিম নিখোঁজের বিষয়ে কিছুই বলেননি। পরের দিন সকালে তারা আমাদের বলে মোনায়েমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে রামগতি থানায় সাধারণ ডায়েরি করি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিখোঁজের বিষয়ে একটি ডায়েরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান
রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব
কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার
কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কমলনগরে মুসল্লীদের বিক্ষোভ ও মানববন্ধন
কমলনগরে ১৩ ব্যবসায়ির জরিমানা
জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’ 