বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
কমলনগরে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ১৬টি কাঁচা ও আধাপাকা দোকানঘর বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চরলরেন্স পূর্ব বাজারের ভূমি অফিসের সামনের এসব স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। এর আগে একাধিকবার নোটিশ করে এ অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমশিনার (ভূমি) পুদম পুষ্প চাকমা। এ সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আবুল কাশেম ও চরলরেন্স ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।
হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিস ও চরলরেন্স ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রচীর নির্মাণ করার জন্য ওই বাজারের প্রায় ১৬-১৭টি ঘরের সকলএকসনা বন্দোবস্ত বাতিল করে প্রশাসন। তাদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। কিন্তু দোকান মালিকরা নোটিশ অমান্য করে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ায় উপজেলা ভূমি অফিস অভিযান চালায়।
এদিকে এক দোকান মালিক আবুল কাশেম মাস্টার অভিযোগ করে বলেন, আমরা সরকারের থেকে বন্দোবস্ত নিয়ে ব্যবসা করছি। এ দোকানঘরগুলোর উচ্ছেদের নোটিশ পাওয়ার পর জজকোর্টে মামলা করি। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রিটও চলমান। কিন্তু এরপরেও উচ্ছেদ করা হচ্ছে।
এ বিষয়ে সহকারি কমশিনার (ভূমি) কর্মকর্তা পুদম পুষ্প চাকমাকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।





রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব
কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার
কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কমলনগরে মুসল্লীদের বিক্ষোভ ও মানববন্ধন
কমলনগরে ১৩ ব্যবসায়ির জরিমানা
জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’
কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক
কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন 