শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের নিখোঁজ দুই কিশোরী চট্টগ্রাম থেকে উদ্ধার
কমলনগরের নিখোঁজ দুই কিশোরী চট্টগ্রাম থেকে উদ্ধার
লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের কমলনগরের নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন। শনিবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ।
এর আগে গত সামবার (১৮ অক্টোবর) ভোরে তারা নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সন্ধান করে তাদের না পাওয়ায় পরের দিন পরিবারের পক্ষ থেকে কমলনগর থানায় জিডি করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পরিবারের অজান্তে গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে দুই কিশোরী বাড়ি থেকে বের হয়। তাদের জিজ্ঞাসাবাদে এর পিছনে কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা না পাওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান
রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব 