শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কমলনগরে গণঅবস্থান
সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কমলনগরে গণঅবস্থান
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে নারকীয় সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকন্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি এড. মিলন মন্ডলের সভাপতিত্বে এত বক্তব্য রাখেন জাতীয় সমাজ তান্ত্রিক -দল-জেএসডি’র উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাটারিরহাট ইউপি চেয়ারম্যান এড. নুরুল আমিন রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু। বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক আলোবিকাশ, যুব ঐক্য পরিষদের সভাপতি পার্থ চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক রামেশ চন্দ্র সাহা, ছাত্র ঐক্য নেতা উর্জ্জল মন্ডল ও উৎপল মন্ডল প্রমূখ। পরে তারা উপজেলা সদর হাজিরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল করে।





জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’
কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক
কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন
৫ দফা দাবিতে কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে ৪ হাজার বিবাহ নিবন্ধন, হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা 