শনিবার ● ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » নাইক্ষ্যংছড়িতে সোয়া ৫ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়িতে সোয়া ৫ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একলক্ষ ৭১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উচহ্লা মার্মা পিন্টু (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ উপজেলার সোনাইছড়ি ইউপির ৬নং ওয়ার্ড মারোগ্যা পাড়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির বর্তমান বাজার মূল্য ৫ কোটি ১৩ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত উচহ্লা মার্মা ওই ইউনিয়নের ক্যাছাচিং মার্মা ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত উচহ্লা মার্মা পিন্টু দীর্ঘ দিন থেকে মাদক কারবারের সাথে জড়িত। শুক্রবার রাতে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাচ্ছে এ মর্মে আমাদের কাছে গোপন খবর আসে। পরে তাৎক্ষনিক অভিযান দিয়ে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে এক লক্ষ ৭১হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৩লক্ষ টাকা। রাতেই তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই কর্মকর্তা আরো জানান।





রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান
রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব 