শিরোনাম:
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
---

Newsadvance24
শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চরমার্টিন ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভ।
প্রথম পাতা » চট্টগ্রাম » চরমার্টিন ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভ।
২২৪ বার পঠিত
শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চরমার্টিন ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভ।

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরের চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ আলী মিয়ার পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সন্ধ্যায় মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে এই বিক্ষোভ শুরু হয়ে বলির পোল নামক বাজারে গিয়ে শেষ হয়।

“দফা এক দাবি এক,ইউসুফ আলীর পদত্যাগ” এই শ্লোগানে বিক্ষোভে কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ও সমাজসেবক মোঃ তারেক রহমান রকি।

বক্তব্যে তিনি ইউসুফ আলী চেয়ারম্যানের বিভিন্ন অপকর্ম,দুর্নীতি ও লুটপাটের বিষয় তুলে ধরে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।

এছাড়াও চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সমাজের সম্মানিত ও নিরীহ মানুষদেরকে হয়রানি করার জন্য তার শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের পর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া পরিষদ তালা মেরে পালিয়ে আছেন। তার পর থেকে ওই ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

গত বুধবার চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধনও করেছে স্থানিয়রা।






আর্কাইভ