বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে কমলনগরে মানববন্ধন
লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে কমলনগরে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা যুবলীগ এ মানববন্ধনের আয়োজন করে। উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড একেএম নুরুল আমিন রাজু, যুবলীগের ষুগ্ম আহবায়ক আহসান উল্যাহ হিরন, ওমর ফারুক সাগরসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
জানা যায়, গত সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায সন্ত্রাসীদের গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদু্ল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম নিহত হয়। পরে ওই ইউনিয়নের সাবেক চেয়রাম্যান চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাশেম জিহাদিকে এক নম্বর আসামী করে মামলা করা হয়। মানববন্ধনে বক্তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখো মুখি করার দাবি জানান প্রশাসনের কাছে।





কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কমলনগরে হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলনগর ক্রিকেট লীগ সিজন -২ এর উদ্বোধন
খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে : কমলনগরে জোটের প্রার্থী তানিয়া রব
তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা; নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন 