

শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে জেএসডি’র বিক্ষোভ
অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে জেএসডি’র বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভন্স
লক্ষ্মীপুর : অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার বিকালে লক্ষ্মীপুর জেলা জেএসডি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি লক্ষ্মীপুর টু ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ঘুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা সভাপতি অধ্যক্ষ মনছুরুল হকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল।
সমাবেশে বক্তারা বলেন,অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে
স্বৈরাচারী সরকারের অপসারণ ও বর্তমান সংসদ বাতিল,
জাতীয় সরকার গঠন, ঔপনিবেশিক ব্যবস্থার অবসান,
প্রাদেশিক শাসন ব্যবস্থা, সংবিধান সংশোধন,রাষ্ট্রকাঠামোর সংস্কার,
জ্বালানী, গ্যাস,বিদ্যুত ও খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম, জেলা সহসভাপতি হাসেম মোল্লা, জেএসডি কমলনগর উপজেলার সহ সভাপতি আলমগীর হোসেন বাহার,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার,সাংগঠনিক সম্পাদক বাবুল মুন্সি,জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ইউছুফ আলী মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি মনিরুল ইসলাম মিঠু,কমলনগর উপজেলা জাতীয় যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল,যুগ্ম-আহবায়ক শিব্বির,এহসান রিয়াজ ও রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।