শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। ![]()
পরে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কমলনগর থানা, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি, যুবলীগসহ বিভিন্ন সামাজিজ সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন।
![]()
পরে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন শারীরিক কসরতে অংশ নেয়। এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
![]()
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের ও মো. সফিক উদ্দিন প্রমুখ।





রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান
রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব 