

বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ যুবককে পিটিয়ে আহত
মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ যুবককে পিটিয়ে আহত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় চার যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে হাজিরহাট ইউনিয়নের গণিপুর এলাকার নুরুজ্জামান মৌলভীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলো ওই এলাকার মোঃ আরিফের ছেলে আশরাফ হোসেন ওয়াসি (১৭), মোঃ ফারুকের ছেলে মারুফ (১৬), শাহাবুদ্দিনের ছেলে রাকিব (২০) ও মো রাব্বি। এদের মধ্যে আশরাফুল ইসলাম ওয়াসির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, হাজিরহাট ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের গনিপুর এলাকার মুনছুর আহাম্মদের বাড়ির সামনে দীর্ঘদিন থেকে মাদক বিক্রি ও সেবনের আড্ডা চলে। ঘটনার সময় মুনছুর আহম্মদের ছেলে ইউনুস, তার বন্ধু মেহেদী ও জিসান গাঁজা সেবন করছিলেন। ওই সময় খবর পেয়ে ওয়াসি, রাকিব, মারুপ ও রাব্বি তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে তারা গাঁজাসেবনকারীদের পুলিশের হাতে তুলে দিতে চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুসের বাবা মুনছুর আহম্মদ বাড়ি থেকে এসে টর্চ লাইট দিয়ে ওয়াসি, রাকিব,মারুপ ও রাব্বিকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে ওয়াসির অবস্থা আশঙ্কা জনক হওয়া তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করে। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ওয়াসি ও রাকিবের মাথায় ৩টি করে সেলাই করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মুনছুর আহম্মদের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।