

বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, আসামি ১৩
কমলনগরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, আসামি ১৩
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নুরুল আমিন নিহতের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের ছেলে বজলুর রহমান ভুলু বাদি হয়ে কমলনগর থানায় মামলা করেন।
মামলায় ১৩জনকে আসামি করা হয়। আসামিরা হলেন- তোরাবগঞ্জ ইউনিয়নের রুহুল আমিনের ছেলে কামাল হোসেন, জামাল উদ্দিন, মো. মাসুদ ও আলমগীর হোসেন। বাকি বাকি ৮জনের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুশিশ।
প্রসঙ্গত, উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন ভাইস চেয়ারম্যান সড়ক এলাকায় নিহত নুরুল আমিনের ছেলে মামুনের কাছে ওই এলাকার চৌধুরী দোকানের ১৯৭ টাকা পায়। এ নিয়ে গত রোববার (৬ এপ্রিল) তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় মামুন চৌধুরীর ক্যাশবাক্সে থাপ্পড় দেয়। ওই দিন রুহুল আমিনের ছেলে আলমগীর, মাসুদ ও জামাল দোশকানদার চৌধুরীর পক্ষ হয়ে মামুনকে হুমকি ধমকি দেয়। এ বিষয়টি নিয়ে পরের দিন সোমবার রাতে মানুনের ভাই বজলুর রহমান ভুলু, মামুন ও ফিরোজ চা খাওয়ার নাম করে ওই দোকানে যায়। ওই সময় আগের ঘটনাকে কেন্দ্র করে তদের মধ্যে তর্ক-বিতর্ক বাধে। এক পর্যায়ের তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিন ঘটনাস্থলে এসে তার ছেলসহ সবাইকে ছাড়াতে যায়। ওই সময় তিনি পড়ে গিয়ে আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।