সোমবার ● ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে পুকুরে মাটিকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত -১২
রায়পুরে পুকুরে মাটিকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত -১২
নিজস্ব সংবাদদাতা, নিউজ এ্যাডভান্স
![]()
রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির কুচিয়ামারা গ্রামে সোমবার (২২ মার্চ ) সকালে পুকুরের মাটি কাটা নিয়ে মাঝিবাড়ী ও বেপারি বাড়ীর লোকজনের সংঘর্ষে উভয় পক্ষের পুরুষ ও নারীসহ ১২ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, আশরাফ বেপারি, মান্নান, ছালেহ আহম্মদ, মাইনউদ্দিন, ময়না বেগম, রহিমা বেগম, সত্তর মাঝি, আজিজুর নাহার, আরিফ মাঝি, ইছমাইল, সাইফুল, রিপন ও সাহেনুর বেগম।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চরবংশী কুচিয়ামারা গ্রামে বেপারি বাড়ির আশরাফ বেপারি নিজ পুকুরে মাটি কাটার কাজ করছেন খবর পেয়ে মাঝি বাড়ির সত্তর মাঝি ওই পুকুরের মালিকানা দাবী করে আশরাফ বেপারিকে মাটিকাটায় বাধা দেয়। এতে উভয় পক্ষের কথা কাটাকাটির ধরে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এসময় দু’পক্ষের ১২ জন গুরুতর আহত হয় এবং আশরাফ বেপারির বসতঘরে ভাংচুর চালানো হয়। খবর পেয়ে হাজিমারা ফাড়ি পুলিলের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে গ্রাম আদালেতের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন সংঘর্ষেও ঘটনায় ক্ষতিগ্রস্তদেও থানায় অভিযোগ দিতে বলা হয়েচে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।





কমলনগরে ৩ অদম্য নারীকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী
কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
কমলনগরে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতি 