শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
---

Newsadvance24
মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা
৮১৬ বার পঠিত
মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
---

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে দ্বিতীয় দিনে (কোভিড-১৯) করোনার টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত বুথে এসে টিকা নিয়েছেন তারা। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রথম সারির বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শুরুতে টিকা নেওয়াতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সবার মাঝে উৎসাহ দেখা গেছে এবং সবাই নিতে আগ্রহ প্রকাশ করছে। এর আগে গতকাল রোববার কোভিড-১৯ টিকাদান কর্মসূচী উদ্বোধনের শুরতে কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর,ভাইস চেয়ারম্যান রোকসানা রুক্সী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের পাটোয়ারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন,কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন, মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল অফিসার,নার্স, স্যাকমো, হাসপাতালের কর্মচারিবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্যগণ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ উপজেলা বেশি কটি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান, মেম্বার,মুক্তিযোদ্ধা ৫৫ বৎসর উর্ধ্ব নারী পুরুষসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ করোনা টিকা নিয়েছেন।
উদ্বোধনের প্রথম দিনে মাত্র ২০ জন টিকা নিলেও দ্বিতীয় দিনে ২২৩ জন টিকা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের নিশ্চিত করেছেন। এছাড়া সেবা প্রত্যাশিদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছেে এবং নিবন্ধিত সকলকে নিয়মিত এ টিকা দেয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, করোনা ভাইরাস থেকে সুরক্ষার নিমিত্তে রোববার থেকে দেশব্যাপী একযোগে করোনা ভ্যাকসিন (টিকা) প্রয়োগ শুরু করা হয়েছে। ভ্যাকসিন গ্রহণে সকলকে নির্ধারিত আ্যাপসে্র মাধ্যমে নিবন্ধন করে নিতে হচ্ছে।





আর্কাইভ