শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
---

Newsadvance24
সোমবার ● ২৪ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে ইটভাটার চিমনি ধসে কমলনগরের দুই ভাইসহ নিহত-৩, ভাটামালিক গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে ইটভাটার চিমনি ধসে কমলনগরের দুই ভাইসহ নিহত-৩, ভাটামালিক গ্রেপ্তার
১১১৮ বার পঠিত
সোমবার ● ২৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগঞ্জে ইটভাটার চিমনি ধসে কমলনগরের দুই ভাইসহ নিহত-৩, ভাটামালিক গ্রেপ্তার

 নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইটভাটার চিমনি ধসে আপন দুই ভাই নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মদিনা ব্রিকসে এ দুর্ঘটনা ঘঠে। এ ঘটনায় রাতে রামগঞ্জ থানায় নিহত দুই সহোদরের ছোটভাই হেলাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করলে সোমবার ভোররাতে উপজেলার ভোলাকোট এলাকায় অভিযান চালিয়ে ভাটা মালিক আমির হোসেন ডিপজল ও ম্যানেজার স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন,কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের আলতাফ মাঝির ছেলে বেলাল হোসেন (৩২) ও ফারুক হোসেন (২০)। মারাত্মক আহতবস্থায় রাকিব হোসেন নামের আরেকজনকে লক্ষ্মীপুর সদর হসপিটালে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় ভাটার অন্য শ্রমিকরা বাধা দেন। বিক্ষোভ করে ইটভাটার মালিক আমির হোসেন ডিপজলের বিচার দাবি করেন তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ইটভাটার উঁচু চিমনি ধসে পড়ে। এ সময় কর্মরত বেলাল ও ফারুকসহ ১০ জন শ্রমিক চিমনির নিচে চাপা পড়েন। বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে মরদেহগুলো আনার সময় শ্রমিকরা ভাটা মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ করে দেন শ্রমিকরা।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, তিনজন নিহতের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে থানায় মামলা হয়। এ ঘটনায় ভাটা মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।অভিযোগ রয়েছে, ইটভাটার মালিকের গাফিলতি ও ভাটা ছিল খুব ঝুকিঁপূর্ন।  এসব বিষয়ে বারবার বলার পরও ভাটা মালিক কোন ব্যবস্থা নেয়নি। তাই ইটভাটা ঝুকিপূর্ণ থাকার কারনে এঘটনা বলে দাবী করেন স্থানীয়রা।

 





আর্কাইভ