শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
---

Newsadvance24
শনিবার ● ৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চেয়ারম্যানপুত্রের হাতুড়িপেটায় কৃষকলীগ নেতা আহত
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চেয়ারম্যানপুত্রের হাতুড়িপেটায় কৃষকলীগ নেতা আহত
১১৬৯ বার পঠিত
শনিবার ● ৮ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে চেয়ারম্যানপুত্রের হাতুড়িপেটায় কৃষকলীগ নেতা আহত

নিজস্ব প্রতিনিধি   নিউজ এ্যাডভান্সক

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মহি উদ্দিন নামে এক কৃষক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা আরাফাতের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্র লীগ নেতা আরাফাত চরমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার আরেক ছেলে আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অচিরেই মুন্সিরহাটে আওয়ামী লীগের লোকজন মাইর খাবে বলে পোস্ট করেন। বিষয়টি নিয়প ওই এলাকার নুরনবী নামের আরেক ব্যাক্তি আরেকটি স্ট্যাটাস দেয়। ওই পোস্টে মুন্সিরহাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মহিউদ্দিন কমেন্টস করেন। কমেন্টে তিনি লিখেন চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের এক সর্বোচ্চ নেতার কাছে তিনি মাছের টাকা পাবেন। এতে শুক্রবার রাতে ইউছুফ আলী মিয়ার ছেলে আরাফাত তাকে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দেন। শনিবার সকালে কৃষক লীগ নেতা মুন্সিরহাট বাজারে গেলে আরাফাত চা দোকান থেকে উঠিয়ে নিয়ে দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন চরমার্টিন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, আমি নুরনবীর পোস্টের নিচে আওয়ামী লীগ নেতার কাছে মাছের টাকা পাবো বলে কমেন্ট করায় ইউছুফ আলী মিয়া ছেলে আরাফাত শুক্রবার রাতে আমাকে মোবাইলে মেরে ফেলার হুমকি দেয়। সকালে আমি মুন্সিরহাট বাজারে গেলে সে লোকজন নিয়ে আমাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
এদিকে ছাত্র লীগ নেতা আরাফাতের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ